ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ার পুলিশ প্লাজায় চেইন শপ ‘স্বপ্ন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
বগুড়ার পুলিশ প্লাজায় চেইন শপ ‘স্বপ্ন’

বগুড়ার পুলিশ প্লাজায় নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বগুড়ার নবাব বাড়ী রোডে (রানার প্লাজার বিপরীতে) নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্বপ্নের রিজিওনাল হেড অব অপারেশন সরকার নূর মোহাম্মদ, স্বপ্নর সহকারী জেনারেল ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, সিনিয়র আউটলেট ম্যানেজার মুরাদ হোসাইনসহ অনেকে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪২টি জেলায়। বগুড়ার পুলিশ প্লাজায় আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের বলেন, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

বগুড়ার পুলিশ প্লাজার স্বপ্নের আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৪০১-১৮৮১৬৬ এ নম্বরে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।