ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৯’ গ্রহণ করল ‘স্নোটেক্স’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৯’ গ্রহণ করল ‘স্নোটেক্স’

ঢাকা: আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের আয়োজনে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৯’ এ ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ শ্রেণীতে পুরস্কার গ্রহণ করলো রপ্তানিমুখি পোশাক শিল্প প্রতিষ্ঠান ‘স্নোটেক্স গ্রুপ’। স্নোটেক্স গ্রুপের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম খালেদ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ডিএইচএল ভারতের ব্যবস্থাপনা পরিচালক আরএস সুব্রামানিয়ান, ডিএইচএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হক।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।