ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডলারের দাম আরও এক টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
ডলারের দাম আরও এক টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

ঢাকা: ডলারের বিনিময় মূল্য আরও এক টাকা বাড়িয়ে ৯৬ টাকা দরে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। রোববারও ডলারের দাম ছিল ৯৫ টাকা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।  

এদিকে সোমবার দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ১০৮ টাকা। রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে সর্বোচ্চ ৯৯ টাকা পেয়েছেন ব্যবসায়ীরা।

গত রোববার ডলারের বাজার নিয়ন্ত্রণে মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।