ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেল দুই হাজার ৮০০ কেজি ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেল দুই হাজার ৮০০ কেজি ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।  
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ১১২টি কার্টনে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়।

প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার।

মাছগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান 'ফিশ বাজার'। আর আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট খলিফা এন্টাপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ সানু জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫০ টন ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করবে ফিশ বাজার। প্রথম চালানে আজ দুই হাজার ৮০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে। ত্রিপুরার আগরতলার ব্যবসায়ী কৃষ্ণপদ রায় মাছগুলোর আমদানিকারক।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।