ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাতে মাইকিং করে ইলিশ বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
রাতে মাইকিং করে ইলিশ বিক্রি

বরগুনা: বরগুনা পৌর মাছ বাজারে মাইকিং করে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রূপালি ইলিশ। তাও আবার রাতে।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌর মাছ বাজারে মাইকিংয়ের মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করে অন্য দিনগুলোর তুলনায় কেজিতে ৪০০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে।  

খুচরা ইলিশ বিক্রেতা নান্টু মোল্লা বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে গভীর সাগর থেকে মাছ ধরা ট্রলারগুলো উপকূলে ফিরে এসেছে। তাদের আহরিত মাছে স্থানীয় বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ততা বেশি থাকার কারণে ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। বাজারে এখনো প্রচুর অবিক্রিত ইলিশ মাছ রয়েছে। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।  

বরগুনা সদর উপজেলায় পৌর মাছ বাজারে এবং রাস্তার পাশে ডালা সাজিয়েছে ছোট-বড় ইলিশ নিয়ে বিক্রেতারা। কম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। ২০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ টাকা এবং ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।  

কাউসার নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, দামে কম পাওয়ায় আমি ৩ কেজি ইলিশ কিনেছি। মাছগুলোও ভালো।

বিক্রেতা রফিক বলেন, দাম কম থাকার কারণে রাতে ইলিশ কিনে বাড়িতে মজুদ করব যাতে করে কিছুদিন মাছের ঘাটতি যেতে না পারে। বাজারে বড় সাইজের ইলিশের দাম তুলনামূলক কম।

ইলিশ ক্রেতা মোকলেস বাংলানিউজকে বলেন, রাতে মাইকিং শুনে ইলিশ কিনতে এসেছি। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।