ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকার দক্ষিণখানে এক্সিম ব্যাংকের উপশাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
ঢাকার দক্ষিণখানে এক্সিম ব্যাংকের উপশাখা উদ্বোধন

ঢাকা: ঢাকার দক্ষিণখানে এক্সিম ব্যাংকের দক্ষিণখান উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উত্তরা শাখার অধীনে পরিচালিত এ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংক ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মইদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ূন কবীর বলেন, এক্সিম ব্যাংক তার সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের
দক্ষিণখান উপশাখার সঙ্গে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।