ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমদানি কম, হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
আমদানি কম, হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম পেঁয়াজ

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম।  

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) হিলির পাইকারি বাজারে কেজি প্রতি ৮-১০ টাকা পর্যন্ত বেশি দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

হিলির খুচরা বাজারের ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে। ফলে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে জাত ভেদে পেঁয়াজের কেজি ছিল ২০-২২ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৮-১০ টাকা। বর্তমানে জাত ভেদে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকায়।  

এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা জানান, সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং পরিচালনা করলে অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ানোর সাহস পেতেন না। সেজন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার দাবিও জানান তারা।  

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কম, ভারতেই দাম বেশি। তাই ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। অন্যদিকে, ডলারের দাম বাড়ার কারণে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। কারণ ভারতে পেঁয়াজ কিনতে বেশি টাকা লাগছে। সেজন্য হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি কমে গেছে। তবে অল্প কিছু দিনের মধ্যে পেঁয়াজের দাম ২০ টাকার মধ্যেই আসবে।
হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার (১২ অক্টোবর) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ২২ ট্রাকে ৮৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।