ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জামালপুরে বাজুসের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
জামালপুরে বাজুসের মতবিনিময় সভা

জামালপুর: জামালপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে বাজুস জামালপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

বাজুস জামালপুর শাখার সভাপতি ফাররোখ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগরওয়ালা।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সদস্য চন্দন কুমার ঘোষ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলিপ কুমার আগরওয়ালা বলেন, বাজুসের হাত ধরে এখন সম্মানজনক অবস্থায় জুয়েলারি ব্যবসা। আর এর পেছনে রয়েছেন বাজুসের সম্মানিত সভাপতি সায়েম সোবহান আনভীর।  

তিনি বলেন, বাজুস অনেক আগের সংগঠন কিন্তু বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর আসার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে সংগঠনটির সদস্য সাত হাজার থেকে বেড়ে ৪০ হাজারে রূপান্তরিত হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাজুস এখন শক্তিশালী।  

স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে আগারওযারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এ ব্যবসায় নিজেদের শত্রু নিজেরাই। নিজেদের মতভেদ ভুলে বাজুসের নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে সব সমস্যার সমাধান হবে। যারা এখনও সদস্য হননি তাদের সদস্য হিসেবে যোগ দিতে অনুরোধ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।