ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কারিগরি সমস্যা, নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি ডিএসইর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
কারিগরি সমস্যা, নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি ডিএসইর

ঢাকা: ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নির্ধারিত সময় শুরু হয়নি।  

লেনদেন সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়ায় কথা থাকলে অতিরিক্ত ২০ মিনিট অতিবাহিত হলেও লেনদেন শুরু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।

রোববার (৩০ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, ২৪ অক্টোবর একই সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন।

এ বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে লেনদেন শুরু হয়নি। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সকাল ১০টায় লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান।

তিনি বলেন, অনিবার্য কারণবশত আজ সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। তবে সকাল ১০টায় লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।