ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএমএফের কঠিন শর্ত মেনে নেবো না: ওবায়দুল কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
আইএমএফের কঠিন শর্ত মেনে নেবো না: ওবায়দুল কাদের 

ঢাকা: বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠিন শর্ত মেনে নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইএমএফের কোনো শর্ত মানলে যদি দেশের কোনো ক্ষতি হয়, তাহলে কোনোভাবেই তা মানা হবে না। আমাদের প্রয়োজনে আমরা ঋণ নেবো। কঠিন শর্ত মেনে নেবো না। যেটা যৌক্তিক সেটাই হবে।

তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এ মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেবো, তবে কঠিন শর্তে নয়, যোগ করেন মন্ত্রী।

দেশ থেকে যে সমস্ত টাকা পাচার হয়েছে, সেগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে-জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে, সেটা কতটা সত্য, পাচার করলে কোথায় করা হয়েছে, খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
জিসিজি/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।