ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া দিয়ে ভারত থেকে এলো পাথরের প্রথম চালান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
আখাউড়া দিয়ে ভারত থেকে এলো পাথরের প্রথম চালান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো দেশে পাথর আমদানি করা হয়েছে।  

রোববার (১৩ নভেস্বর) সন্ধ্যায় ৪৫০ টন পাথর নিয়ে ২১টি ট্রাক বন্দরে প্রবেশ করে।

 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ৩৫টি ট্রাকে করে মোট ৭০০ টন পাথর আসার কথা ছিল। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ২১ ট্রাক পাথর প্রবেশ করে। বাকিগুলো সোমবার সন্ধ্যার মধ্যে আসবে।  

তিনি আরও জানান, চারলেনের আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়নে এফকন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব পাথর আমদানি করছে। সিঅ্যান্ডএফের দায়িত্বে ছিল মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। এবারই প্রথম এ বন্দর দিয়ে পাথর আমদানি হলো।
  
মূলত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি হতো। ভারতের বড় পাথর বাংলাদেশে এনে ছোট করে আবার ভারতে পাঠানো হতো।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত দাম টন প্রতি ১৩ ডলারে পাথর বাংলাদেশে পাথর আসে। এফকন্স লিমিটেড মোট ২৭০০ টন পাথর আনার জন্য কাগজপত্র জমা দেয়। প্রতি টনে সরকার নির্ধারিত দামের ৬৯ ভাগ শুল্ক পাবে বাংলাদেশ। এছাড়া বন্দরে পাথর রাখার খরচসহ আনুষঙ্গিক কিছু অর্থও বাংলাদেশ পাবে।   

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।