ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে দেশের সর্ববৃহৎ ফল মার্কেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ফেনীতে দেশের সর্ববৃহৎ ফল মার্কেট

ফেনী: ফেনীতে স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার লাইন ফ্রুটস কমপ্লেক্স অ্যান্ড কোল্ড স্টোরেজের উদ্বোধন হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নামফলক উম্মোচন ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন ও ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন খান পাঠান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কে বি এম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, নাসির উদ্দিন খান, আমির হোসেন বাহার, সাইফুর রহমান, বাহার উদ্দিন, খালেদ খান, ব্যবসায়ী কামরুজ চৌধুরী, মামুন চৌধুরী, বোরহান উদ্দিন বাচ্চু, নিজাম উদ্দিন ভূঞা, হানিফ কিরণ, মহিপাল ফল আড়তদার সমিতির সভাপতি আবদুল মতিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় নেত্রী রাবেয়া আক্তার প্রমুখ।

 এছাড়া আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ রাজনৈতিক নেতারা।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, দেশের বৃহত্তম এ ফল মার্কেটে ২৫০টি দোকান রয়েছে। এতে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া লেনদেনের সুবিধার জন্য পাশেই রয়েছে ব্যাংক।  

একই সঙ্গে ফেনীর বাইরের পাইকারদের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। মার্কেটে স্টার লাইন গ্রুপের নিজস্ব সিকিউরিটির সার্বক্ষণিক নজরদারি থাকবে। পচনশীল দ্রব্য ফলের পচন ঠেকাতে সাত একর জুড়ে প্রতিষ্ঠিত এ মার্কেটে রয়েছে পাঁচটি কোল্ড স্টোরেজ। ফেনীতে স্টার লাইন গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত এ মার্কেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ফল ব্যবসায়ীদের জন্য নবযুগের সূচনা হলো।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।