ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হার ও জিপিএ-৫ কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
পাসের হার ও জিপিএ-৫ কমেছে ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কমেছে পাসের হার। সেই সাথে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ, যেখানে ২০২২ সালে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাশের হার কমেছে প্রায় ১০ শতাংশ।

এছাড়াও এ বছর কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯, যেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

এ বছর সারা দেশে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গত বছর এই সংখ্যা ছিল ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন, আর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমকে/এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।