ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি: গণবিজ্ঞপ্তিতেও পূর্ণ হয়নি আসন, খালি ১৯৫

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ইবির ভর্তি: গণবিজ্ঞপ্তিতেও পূর্ণ হয়নি আসন, খালি ১৯৫

ইবি: ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে গণবিজ্ঞপ্তিতেও আসন পূর্ণ হয়নি। গণবিজ্ঞপ্তি থেকে তৈরিকৃত ১১ তম মেধাতালিকা থেকে ২৮৬ শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

 

ফলে ১৯৫ আসন ফাঁকা থাকায় ১২তম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ১৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ওইদিন বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) লগইন করে বন্ধ করতে হবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২তম মেধাতালিকায় মোট ১৯৫ জন ভর্তিচ্ছু বিষয় পেয়েছেন। যার মধ্যে এ ইউনিটে ১৪৯ জন, বি ইউনিটে ৩১ জন ও সি ইউনিটে ১৫ জন। তিন ইউনিটে সর্বশেষ মেধাক্রম ৮ হাজার ৮৪৬, ৩ হাজার ১৮৫ ও ২ হাজার ২১৯।  

নতুন বিষয়প্রাপ্তদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে সম্পন্ন করতে হবে।  

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তিন ইউনিটে যথাক্রমে ৯ হাজার ১৭৫, ৩ হাজার ৫০০ ও ২ হাজার মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা ডাক পেয়েছিলেন। ৮ ও ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ১১তম মেধা তালিকা প্রস্তুত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।