ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে ফেসবুকে গুজব

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
জাবি ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে ফেসবুকে গুজব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বলা হয়েছে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে জাবির একাধিক ডিন ফেসবুকে ছড়ানো তথ্যের কোনো সত্যতা নেই বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকের কয়েকটি পেজ থেকে এমন বার্তা ছড়ানো হয়। পোস্টগুলো লেখা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৪-৮ জুন (১ম সপ্তাহে); স্বতন্ত্র পদ্ধতিতেই হবে এবারের ভর্তি পরীক্ষা। ’

এ বিষয়ে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিয়ে এখনও আমাদের কোনো মিটিং হয়নি। তাদের ভর্তি পরীক্ষার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও আলোচনা হয়নি। এখন ষষ্ঠ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবর্তনের পর ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০০, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।