ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ইংরেজি বিভাগের আয়োজনে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
শাবিপ্রবির ইংরেজি বিভাগের আয়োজনে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের উদ্যোগে ‘রিফুজি, রেসিসটেন্স অ্যান্ড রিকগনিশন: গ্লোবাল লিটারেরি রিপ্রেজেন্টেশনস ইন (পোস্ট) পোস্ট-কলোনিয়াল পারস্পেক্টিভ’ শীর্ষক গবেষণা সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

আগামী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এবং শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন।

অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে মূল পর্ব। এ সম্মেলনে ৯টি দেশের ১০৭ জন উপস্থাপক মোট ৯৫টি পেপার উপস্থাপন করবেন। এতে মোট ৪টি কি-নোট স্পিচ এবং ৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।
কি-নোট স্পিকার হিসেবে থাকবেন কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড হিউমেনিটিস অনুষদের সহযোগী ডিন (রিসার্চ) ইংলিশ অ্যান্ড রাইটিং স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নন্দি ভাটিয়া, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ইউনিভার্সিটি অব ফ্র্যাসার ভ্যালির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রভজোট পারমার, কানাডার আলবার্টার ইউনিভার্সিটি অব আলবার্টার ইংলিশ অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. লুইস হেরিংটন এবং ভারতের খরগপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির হিউমেনিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. অঞ্জলি গেরা রায়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।