ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি সমাবর্তন, সনদ নেবেন সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
জাবি সমাবর্তন, সনদ নেবেন সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী

সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। আসন্ন এই সমাবর্তনে সনদ গ্রহণ করবেন প্রায় সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাবির নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সমাবর্তন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগরের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, ২৫ ফেব্রুয়ারি সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষে্য একটি ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। সেই কমিটির পাশাপাশি ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রস্তুতি শেষের দিকে, আশা করি আগামীকাল বৃহস্পতিবারের ভেতর আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এই ৬ষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ তার ব্যবস্ততার ভেতরেও আমাদের সময় দিয়েছেন। ২৫ তারিখ তিনি আমাদের সমাবর্তনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সভাপতিত্ব করবেন। এছাড়া বক্তব্য দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএফ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ