ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

ইবি করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ইবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।  

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম জুয়েল।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এটি একটি সুন্দর আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে পারছে।  

সংগঠনটির সভাপতি এনামুল রায়হান বলেন, ইসলামী বিশ্বিবদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এটিই প্রথম সর্ববৃহৎ আয়োজন। এখানে আমরা বাংলাদেশ, ভারত, নেপালসহ পাঁচটি দেশের ছবি রেখেছি। এর মাধ্যমে আমাদের বিশ্বিবদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য দর্শনার্থীরা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা এসেছে তাদের সবাইকে ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি করা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।