ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি মার্কেটিং অ্যালামনাইর ৫১ সদস্যের নতুন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ঢাবি মার্কেটিং অ্যালামনাইর ৫১ সদস্যের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।  এতে সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ফারুক আহমে্মদ তালুকদার নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ মার্চ) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

শুক্রবার (৩ মার্চ) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে অনুষ্ঠিত সংগঠনের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত হয়।  

কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে সালাহ উদ্দীন আহমেদ, কেএম শামসুল আলম, মো. শাহাজাহান, অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম, মমতাজ আহসান বকুল, অধ্যাপক ড. মিজানুর রহমান ও সুজীত রায় নন্দী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ শিমুল ও ড. নেয়ামুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে-শামসুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মফিজ লিটন, আন্তর্জাতিক সম্পাদক পদে অধ্যাপক ড. সিরাজুল হক নির্বাচিত হন।

সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক এম ফারুক আহম্মেদ তালুকদার তার বক্তব্যে ২০২১-২০২৩ সেশনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড বিস্তারিত তুলে ধরেন।  

মার্কেটিং অ্যালমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক বিগত সেশনে জাতীয় দিবস পালন, মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, করোনাকালীন খাদ্য ও চিকিৎসা সহায়তা, মাস্ক বিতরণ, শীতপ্রবণ অঞ্চলে কম্বল বিতরণ, পথশিশুদের মধ্যে নতুন পোশাক, সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীদের প্রত্যেককে এককালীন ১০ হাজার টাকা, মেধাবীদের বৃত্তি প্রদান, হিন্দু শিক্ষার্থীদের ধর্মীয় উৎসবে সহযোগিতা করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।