ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

দ্রুতই মেডিকেল ভর্তির রেজাল্ট প্রকাশ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
দ্রুতই মেডিকেল ভর্তির রেজাল্ট প্রকাশ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষাবর্ষ ২০২২-২৩ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন,আমাদের শিক্ষার্থী বন্ধু এবং অভিভাবকদের অনুরোধ করবো তারা যেন হুজুগে কান না দেন। রিউমারে কান না দিয়ে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। অতিদ্রুত আমরা রেজাল্ট প্রকাশ করবো।

পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা সারা দেশে খোঁজ খবর রেখেছি। পরীক্ষার পরিবেশ চমৎকার। এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। মোট আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশ মেয়ে আর ৪৬ শতাংশ ছেলে। পাশের ক্ষেত্রেও নারীরা এগিয়ে আছে। এর মাধ্যমে বোঝা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে।  

এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১২৩৭, মার্চ ১০, ২০২৩
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ