ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ‘স্ট্যাটফেস্ট’ শনিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
শাবিপ্রবিতে ‘স্ট্যাটফেস্ট’ শনিবার ফাইল ছবি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতি কর্মশালা ও স্ট্যাটফেস্ট অনুষ্ঠিত হবে শনিবার (১১ মার্চ)।  

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্ট্যাটফেস্টের সদস্য সচিব অধ্যাপক ড. মো  জামাল উদ্দিন।

তিনি জানান, পরিসংখ্যান বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার ও স্ট্যাটফেস্টের আয়োজন করা হচ্ছে।  

আগামী ১১ ও ১২ মার্চ দুই দিনব্যাপী এ ফেস্ট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা কুইজ, সমস্যা সমাধান, পোস্টার প্রেজেন্টেশন ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেবে।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক উপস্থিত থাকার কথা রয়েছে।  

এতে সভাপতিত্ব করবেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলী।  

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ভারতের আসাম দ্যা রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাপ্লায়েড অ্যান্ড পিউর সায়েন্সেসের এমিরেটাস অধ্যাপক ড. দিলীপ সি নাথ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ বিভাগের এমিরেটাস সায়েন্টিস্ট ড. আব্দুর রাজ্জাক, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কিশোর কে. দাস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (আদমশুমারী শাখা) মো. দিলদার হোসেন উপস্থিত থাকবেন।  

এতে দেশি-বিদেশি গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১০ মার্চ, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ