ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৪ শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৪ শিক্ষক

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক বিভিন্ন পদে চার শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।  

সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের এ পদে দায়িত্ব দেওয়া হয়।

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কাজী রেজুয়ান হোসেন ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক পদে, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আশরাফুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সহিবুর রহমানকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এবং ইতিহাস ও  প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো. রবিউর ইসলামকে শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।