ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

নওগাঁয় ৫০০ শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
নওগাঁয় ৫০০ শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ

নওগাঁ: নওগাঁয় ৫০০ শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে নওগাঁ সদর উপজেলার শালুকা স্কুল প্রাঙ্গণে জার্মান  দাতা সংস্থা ‘মুসলিম হেলফেন’র অর্থায়নে ‘সোস্যাল এইড’র সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রানী’র উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রবিন, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান মমতাজ বেগম, সোস্যাল এইডের নির্রাহী পরিচালক বাবুল আকতার, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক এ এস এম রায়হান আলম এবং শালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।  

এ অনুষ্ঠানে নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীর মধ‍্যে প্রত‍্যেককে ছয়টি করে খাতা, কলম অন্যান্য উপকরণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।