ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেব না: ববি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেব না: ববি উপাচার্য

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘র‌্যাগিংবিরোধী সচেতনতা ও কাউন্সিলিং’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

ববির ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে বুধবার (২২ মার্চ) সকালে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।



এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ববিতে র‌্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। র‌্যাগিংয়ের শিকার হলে সেটি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে হবে। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা জিরোটলারেন্স নীতি অনুসরণ করে।

উপাচার্য আরও বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন যেকোনো মানসিক চাপকে কমিয়ে দিতে সাহায্য করে। কাউন্সিলিং এবং মোটিভেশনের মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ঠ রয়েছে।

এ সময় উপাচার্য ববিকে র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ববির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

স্বাগত বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের সেকশন অফিসার সাইফা আলমের সঞ্চালনায় দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১শ জ্যেষ্ঠ শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।