ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাহারি ফুলে সেজেছে জাবি ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
বাহারি ফুলে সেজেছে জাবি ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বসন্ত শেষে প্রকৃতিতে বইছে গ্রীষ্মের গরম হাওয়া। গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস সেজেছে বাহারি ফুলে।

লাল টুকটুকে কৃষ্ণচূড়া, জাপানি ক্যাসিয়া রেনিজেরা, জারুল আর সোনালু ফুলের সাজে সেজেছে জাবি ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলরোড, চৌরঙ্গী, ভিসি চত্বর, শিক্ষক ক্লাব, মুন্নী চত্বর, পরিবহন চত্বর, বটতলা, সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে কৃষ্ণচূড়া, ক্যাসিয়া রেনিজেরা আর সোনালু ফুলের রাজত্ব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে সুইজারল্যান্ড, শান্তিনিকেতন এলাকা ও মওলানা ভাসানী হল সংলগ্ন পুকুর পাড়ে বেগুনি শোভা ছড়াচ্ছে জারুল। পাশাপাশি সোনালু নিজেদের সৌন্দর্য প্রকাশের প্রতিযোগিতায় মেতেছে। ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেনো শিল্পীর রঙ তুলিতে আঁকা নয়ন জুড়ানো কোনো ছবি। আর প্রতিদিনিই ফুলে ফুলে সুশোভিত ক্যাম্পাস দেখতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ জারুল, সোনালু ফুলের ছবি তুলে কাব্যিক ক্যাপশনে পোস্ট করছেন ফেসবুকে।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফরিদ আহমেদ বাংলানিউজকে বলেন, ইদের ছুটিতে শূন্য ক্যাম্পাস আপন মনেই সেজেছে বর্ণিল রূপে। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ফুলগুলো যেন এক স্বর্গীয় রূপে সাজিয়েছে বিশ্ববিদ্যালয়ের পথগুলো। ক্যাম্পাসে বাহারি রঙের ফুল ক্যাম্পাসের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই সঙ্গে প্রাকৃতিক শোভা টেনে আনছে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের। এদেরই একজন সুরাইয়া ইয়াসমিন।

পরিবারসহ রাজধানীর মিরপুর থেকে জাহাঙ্গীরনগরে ঘুরতে আসা সুরাইয়া ইয়াসমিন বাংলানিউজকে বলেন, জাবি ক্যাম্পাসের প্রকৃতি খুবই সুন্দর। এর আগে শীতে এসেছি। তখন ক্যাম্পাসে অতিথি পাখি ছিল। তবে এখন এ ক্যাম্পাসের প্রকৃতি সেজেছে ভিন্ন সাজে। ফুলে ফুলে সেজেছে পুরো ক্যাম্পাস। পরিবারের সঙ্গে ঘুরতে এসেছি। ফুলে পুরো ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।