ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে এক বহিরাগতকে মারধর 

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
জাবিতে এক বহিরাগতকে মারধর  ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-মামুন নামে শিক্ষার্থীকে ঘুষি মারার অভিযোগে এক বহিরাগতকে মারধর করেছে শিক্ষার্থীরা।

রোববার (২১ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও  নিরাপত্তা শাখার সদস্যরা। এরপর ওই বহিরাগতকে তাদের হাতে তুলে দেন উপস্থিত শিক্ষার্থীরা।

বহিরাগত ওই যুবকের নাম -রুবাইয়েত সিদ্দিকী নাইম। তার গ্রামের বাড়ি রংপুরে। সাভারের রেডিও কলোনি এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বহিরাগত যুবক জুতা পায়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে ওঠেন৷ এ সময় এক শিক্ষার্থী তাকে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠতে নিষেধ করেন। নিষেধ করায় ওই বহিরাগত যুবক বলেন, জুতা পায়ে উঠলে কি সমস্যা? কাকে ডাকবেন ডাকেন, প্রক্টরকে ডাকবেন তো- ডাকেন, আমার বাসা রেডিও কলোনি। এ সময় মামুন নামে এক শিক্ষার্থী বলেন, ভাই এভাবে কথা বলছেন কেন? এরপর ওই বহিরাগত যুবক মামুনকে ঘুষি মারেন।

এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগতকে মারধর করেন। মারধরের পর তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

লাঞ্ছনার শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-মামুন বলেন, বহিরাগত যুবককে শুধুমাত্র বলছি ভাই আপনি এভাবে কেন কথা বলছেন? এটি বলার পরে যুবক আমাকে ঘুষি মারে৷

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাংলানিউজকে বলেন, যেহেতু  মারধরের ফলে আহত। এজন্য আমরা তাকে পুলিশে সোর্পদ করিনি। মুচলেকা নিয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।