ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা ফাইল ছবি

ঢাকা: দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহের কারণে মাধ্যমিকের পর এবার দাখিল পর্যায়েরও সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জুন) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তা অনুসারে দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ আগামী ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে। এমনকি জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে জানা গেছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের দাখিল পর্যায়ের সব মাদরাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

এ আগে তাপ প্রবাহের কারণে বৃহস্পতিবার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৫-৮ জুন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসাগুলো বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।