ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ঈদুল আজহার ছুটি শুরু, খোলা থাকবে হল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
জাবিতে ঈদুল আজহার ছুটি শুরু, খোলা থাকবে হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে ৫ জুলাই পর্যন্ত।

সোমবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এ তথ্য জানান।

রহিমা কানিজ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৬ জুন (সোমবার) থেকে আগামী ৫ জুলাই (বুধবার) পর্যন্ত মোট ১০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।  

এ ছাড়া ২৭ জুন (মঙ্গলবার) থেকে ৪ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত মোট ৮ দিন সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

তবে ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে জানান হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবার আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বন্ধের সময় হলের ডাইনিং বন্ধ থাকে। তাই ছুটি চলাকালীন হলের ডাইনিং বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ২৬,২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।