ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের কাজ করতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের কাজ করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান তিনি এ আহ্বান জানান।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. আবদুস সবুর খান, অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী, উর্দু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক শামীম বানু স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি ও হিন্দি ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন। বিভিন্ন ভাষা চর্চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি নানাভাবে অনুপ্রেরণা দিতেন।  

গত ২৮ জুন অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।