ঢাকা: অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ সিদ্ধান্তের পর মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
চিঠিতে বলা হয়, মৌসুমি আবহাওয়ার প্রভাব ও অতিবৃষ্টির কারণে যেসব বিদ্যালয়সমূহে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য ভূমিধসে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেসব বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বন্যা ও জলাবদ্ধতার কারণে গত সোমবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামসহ বন্যাকবলিত জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরে বন্যার বিস্তার বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমআইএইচ/আরবি