ঢাকা বিশ্ববিদ্যালয়: আবাসন সঙ্কট নিরসনে প্রায় ৩০০ জনকে অন্য হলে স্থানান্তরের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে তারা এ কর্মসূচি শুরু করেন।
দাবিগুলো হলো- কুয়েত মৈত্রী হল থেকে অন্তত ৩০০ শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তর করা, হলের আসন সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থীর আসন বরাদ্দ দেওয়া, মূলভবনের প্রতিরুমে ছয় শিক্ষার্থীর বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না করা।
শিক্ষার্থীরা জানান, হলটি ছোট হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া ছাত্রীরা নির্দিষ্ট সময়ে আসন পায় না। যেখানে অন্যান্য হলের ছাত্রীরা আরও কম সময়ে তাদের জন্য বরাদ্দকৃত আসন পায়। কর্তৃপক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসকেবি/আরবি