শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩১ আগস্ট। এর আগে ৩০ আগস্ট নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার।
তিনি জানান, আগামী ১৭ আগস্ট কোটায় ও ২০ আগস্ট সর্বশেষ ধাপের ভর্তি অনুষ্ঠিত হবে। এরপর ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ৩০ আগস্ট নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। এরপর ৩১ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
নবীনদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সকালে বিজ্ঞান অনুষদ ও বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদ দুই ধাপে হবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরবি