ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৬৭ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৬৭ হাজার

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষা দেবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার কেন্দ্র ১৩১টি।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের চেয়ে এবার কেন্দ্র বাড়ানো হয়েছে ছয়টি। মোট ৬৭ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী মধ্যে ছাত্র ৩৩ হাজার ২৪০ জন। ছাত্রী ৩৪ হাজার ৪৯।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা আদায়ে সব জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।