ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে ১৭১ শিক্ষার্থীর এসএসসির ফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
বরিশাল বোর্ডে ১৭১ শিক্ষার্থীর এসএসসির ফল পরিবর্তন

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে।

অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৩ জন শিক্ষার্থী।

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। বাকীদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে।

জানা গেছে, ৭ হাজার ৩৮৬ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ২১ হাজার ৩৯৭টি আবেদন করেছিলেন।

সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল  শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। বরিশাল বোর্ডে এবার ১৪৭৭ টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। যার মধ্যে ১৯০টি কেন্দ্রে অংশ নেয় ৯০ হাজার ১৯৬ শিক্ষার্থী। পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ৪৫ জন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।