ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েট-চুয়েট-কুয়েটের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
রুয়েট-চুয়েট-কুয়েটের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ সেপ্টেম্বর

রাজশাহী: রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২২-২০২৩) এর ক্লাস শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। এর আগের দিন নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস শুরুর আগে রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ এ ভর্তিকৃত সব ছাত্র-ছাত্রীকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অবশ্যই অংশ নিতে হবে। ওরিয়েন্টেশনের বিস্তারিত সময়সূচি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।  

ওরিয়েন্টেশন সভায় সব বিভাগের ক্লাস ও শিক্ষাকার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে বলেও এতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।