ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

তোলারাম কলেজে শিক্ষকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
তোলারাম কলেজে শিক্ষকদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন করতে দেখা যায়।



আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, দীর্ঘ দিনের পদোন্নতির বঞ্চনাসহ সব ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এ কর্মবিরতি পালিত হয়।

এ সময় সরকারি তোলারাম কলেজে ইউনিটের সম্পাদক ড. রওনক জাহানের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে সব কর্মকর্তার উপস্থিতিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ জনাব জীবন কৃষ্ণ মোদক। অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর সমাপ্ত কুমার সাহা, প্রফেসর গোপীনাথ পাল, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. মানোয়ার হোসেন, তানভীর আহমেদ, ডালিয়া হোসেন এবং অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

এ সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অপরাপর শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বক্তব্যে দীর্ঘদিনের চাকরিজীবনে অপ্রাপ্তি ও বৈষম্যের বাস্তব চিত্র উঠে আসে। আগামীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা স্থানীয় সংসদ সদস্যের কাছে স্মারকলিপি জমা দেবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ