ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী রেজিস্ট্রার পেলো বুটেক্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী রেজিস্ট্রার পেলো বুটেক্স

ঢাকা: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী রেজিস্ট্রার পেয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। তিনি হলেন, কাবেরী মজুমদার।

বুটেক্সের ১৩ বছরের যাত্রায় এই প্রথম পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পেলো।

শনিবার (১৪ অক্টোবর) বুটেক্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে নারীর ক্ষমতায়নে এ এক অনন্য মাইলফলক। বুটেক্সের ৮০তম সিন্ডিকেট সভায় কাবেরী মজুমদারকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এইচআর) ইতিমনি স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, কাবেরী মজুমদার সরকারের ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের আর্থিক সুযোগ সুবিধা পাবেন।

নিয়োগপত্র পাওয়ার পর কাবেরী মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারী সমাজকে মর্যাদার আসনে বসিয়ে প্রকৃত ক্ষমতায়নের যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বুটেক্সে রেজিস্ট্রার পদে একজন নারীকে দায়িত্ব দেওয়া সেই প্রচেষ্টারই চূড়ান্ত রূপ। লিঙ্গ ব্যবধানকে অতিক্রম করে একজন রেজিস্ট্রারের যে ধরনের কাজ রয়েছে, তার সবটুকু পূরণ করতে কাবেরী মজুমদার বদ্ধপরিকর। এই পদে নিয়োগ পাওয়ায় বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানসহ বুটেক্স সিন্ডিকেটের সব সদস্য ও বুটেক্সের সব অংশীজনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগদান করেন কাবেরী মজুমদার। প্রেষণে কারিগরি শিক্ষাবোর্ডে কাজ করার মাঝে ২০১১ সালে বুটেক্সে যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার পদে। শুরু থেকেই তিনি প্রায় চার বছর রেজিস্ট্রারের (চলতি) দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। সর্বশেষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে আবারো দায়িত্ব পান ২০২২ সালের ২৩ নভেম্বর। আর পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পদে নিয়োগ পান ১০ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ