ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমল ৯ দিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমল ৯ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়: একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২ নভেম্বরের সভায় একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১২ নভেম্বর) জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটির ১০ থেকে ১৩ ডিসেম্বর- চার দিন এবং ২০২৪ সালের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটির ২৬ থেকে ৩০ মে পর্যন্ত- পাঁচ দিন ছুটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।