ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৭ম নন-ফিকশন বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি চলবে।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষদের এমবিএ ভবনের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
লিখিত বক্তব্যে বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম জানান, ২৬ ডিসেম্বর ঢাবি উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল মেলা উদ্বোধন করবেন।
এ বছর সর্বমোট ৪১টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। তার মধ্যে অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, তাম্রলিপি, দিব্যপ্রকাশ, পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ভাষাচিত্র ও মাওলা ব্রাদার্স অন্যতম।
মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ থাকবে. এ ছাড়া ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন র্যাফেল ড্র থাকছে। ড্রয়ে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবেন।
এ বছর প্রথমবারের মতো নন-ফিকশন গ্রন্থ সম্মাননা পুরস্কার প্রবর্তন করছে মেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে নন-ফিকশন গ্রন্থ সম্মাননা দেওয়া হবে।
২৮ ডিসেম্বর বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, হেড অব বিজনেস মঞ্জুর হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলামসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
আরএইচ