ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হবিগঞ্জের শাওন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম হবিগঞ্জের শাওন

হবিগঞ্জ: ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করলেন হবিগঞ্জের সন্তান শানিরুল ইসলাম শাওন।

বুধবার (২৬ ডিসেম্বর) শাওন নিজেই বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

আগের দিন ৪৩তম বিসিএসে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, হবিগঞ্জের শাওন প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন; এর আগে ৪১তম বিসিএসে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ও পুলিশ ক্যাডারে।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থী শাওন উচ্চ মাধ্যমিক পাস করেন ২০১৩ সালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে। সবশেষ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪০তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

মেধাবী এই তরুণ শায়েস্তাগঞ্জ পৌরসভার শাবাসপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী সিরাজুল ইসলাম এবং মীরা ইসলামের সন্তান।

তিনি বলেন, ‘প্রথমবার বিসিএসের সুপারিশপ্রাপ্ত হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করব। আমি সবার কাছে দোয়া চাই। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।