নীলফামারী: নীলফামারীতে পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থীর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা পুলিশ সুপার (এসপি) মো. গোলাম সবুর এ ফল প্রকাশ করেন।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের বাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ২০২৪ সালের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।
বিদ্যালয়ের আয়োজনে ও প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন এসপি মো. গোলাম সবুর।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বড় কথা নয়। যারা বেঞ্চের শেষে বসে, ভালো ফলাফল করতে
পারে না। তারাই এক সময় বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর অনেক প্রমাণও রয়েছে।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মীনি ও পুলিশ নারীকল্যাণ সমিতির সভাপতি কানিজ ফাতেমা মিলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মো. মশিউর রহমান, মো. জাফর সাদেক।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও শেখ সাদি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসআরএস