ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে।
ঢাবির এ এফ রহমান হলের শিক্ষার্থী হোসাইন আহমেদ বাংলানিউজকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের পাশে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে প্রথমে টানা তিনটি ককটেল বিস্ফোরণ হয়। পরে আবার একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণের শব্দে আমরা দ্রুত হল থেকে বেরিয়ে আসি। এসে সেখানে কোনো যানবাহন বা কাউকে দেখিনি। দু-একটি দাঁড়ানো প্রাইভেটকার ছিল। হলের শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছেন।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক মিছিল করেছে ছাত্রলীগের স্যার এফ রহমান হল শাখা। এসময় তারা বিস্ফোরণের জন্য ছাত্রদলকে দায়ী করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানকে একাধিকবার মোবাইলে কল করলেও তার সাড়া মেলেনি।
বিস্ফোরণের বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এইচএ/