ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুর বিভাগের ৩ জেলার স্কুল বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
রংপুর বিভাগের ৩ জেলার স্কুল বন্ধ ঘোষণা

নীলফামারী: উত্তরের জনপদে তীব্র শীতে স্কুলে যেতে কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে বেকায়দায়। শীত উপেক্ষা করে তাদের স্কুলে যেতে হত।

 এ অবস্থায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুর বিভাগের তিন জেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়। তবে মাধ্যমিকে এখনও সিদ্ধান্ত হয়নি।

কনকনে শীতে সারা দেশের মতো রংপুর বিভাগও কয়েকদিন থেকে কাঁপছে। এছাড়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলিসিয়াস থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছিল। প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা। এ অবস্থার রংপুর বিভাগের তিন জেলার প্রায় সাড়ে তিন হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতজনিত পরিস্থিতি উন্নতি হলে স্কুল খোলার নির্দেশ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, শীতের তীব্রতার কারণে দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর বলেন, মাধ্যমিকে এখন পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।