ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

শিক্ষা

এক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রথেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।

এতে আগামী বুধবার ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণসামগ্রী রাখার অজুহাতে দুপুরে পাঠদান বন্ধ করেন শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর শিক্ষকদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

শোকজ পাওয়া শিক্ষকেরা হলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ সুলতান, সহকারী শিক্ষক মিস লিনা, মাহবুবার রহমান, রেজিয়া খাতুন ও সোনিয়া রিছা প্রামানিক।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নোটিশে দুপুর ১২টায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে সব শিক্ষককে ৩ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। লিখিত জবাবে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।