ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

শিক্ষা

‘নৈপুণ্য’ অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন-প্রমোশনের নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
‘নৈপুণ্য’ অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন-প্রমোশনের নির্দেশনা

ঢাকা: ‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সব প্রতিষ্ঠান প্রধানকে ‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ