ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা: বাগেরহাটে প্রথম দিনে অনুপস্থিত ২৭৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এসএসসি পরীক্ষা: বাগেরহাটে প্রথম দিনে অনুপস্থিত ২৭৪

বাগেরহাট: জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে এসএসসি পরীক্ষায় ৭৫ জন, দাখিল পরীক্ষায় ১৫৪ জন এবং কারিগরি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থী রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় এসএসসিতে ১৩ হাজার ৬৩৫ জন, দাখিলে চার হাজার ১১১ জন এবং কারিগরিতে এক হাজার ৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিনে কোনো কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় ১৯ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাদের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৭৪ জন। এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।