ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, শিক্ষক প্রদ্যুৎ ভট্ট বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, শিক্ষক প্রদ্যুৎ ভট্ট বরখাস্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্ট

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার দায়ে শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বুধবার (০৬ মার্চ) বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। সোমবার অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে শোকজ করা হয়। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শিক্ষক রাফিয়া আক্তারকে এবং সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।