ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাস্টার্সের ফল প্রকাশের ৭ দিনের মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
মাস্টার্সের ফল প্রকাশের ৭ দিনের মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ 

জবি: স্নাতকোত্তরের (মাস্টার্স) ফল প্রকাশের সাত দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে অবস্থান করা আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়াতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার (১১ মার্চ) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক যে ছাত্রীদের মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে হলের আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

হলে থাকা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা সুলতানা নীলা বলেন, হল প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রীর হলে থাকার সুযোগ সৃষ্টি হবে। এ সিদ্ধান্ত যেন যথাযথভাবে কার্যকর হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

গত ৫ মার্চ সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে তুচ্ছ ঘটনায় মারধর করেন অবৈধভাবে হলে থাকা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক এক শিক্ষার্থী। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।