ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শ পরিচালকের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শ পরিচালকের পদত্যাগ

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুজ্জামান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে দুই শিক্ষক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

 

প্রক্টর মো. মনিরুল ইসলাম বলেন, বুধবার (১৩ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করছেন এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, বিভাগীয় প্রধান হওয়ায় কাজের চাপ বেশি, যে কারণে একাধিক দায়িত্ব পালন করতে চাচ্ছেন না তিনি। এ কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম জানিয়েছেন, এখনও তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।