ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে ববি শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে ববি শিক্ষার্থীরা

বরিশাল: টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতরের এ ছুটি আগামী ৩১ মার্চ শুরু হবে এবং চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

১৯ এপ্রিল থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে ৩১ মার্চ ইস্টার সানডের ছুটি থাকলেও ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। পরবর্তীতে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতরের জন্য বন্ধ থাকবে অফিস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও।

বুধবার (২৭ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ববি রেজিস্টার মো. মনিরুল ইসলাম।

ববি বন্ধ থাকাকালীন সময় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে জরুরি সেবা চালু থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।